ভারত
ফের বাবা হচ্ছেন বিরাট কোহলি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:৩৪ অপরাহ্ন

আবার বাবা হচ্ছেন বিরাট কোহলি। ২০২১ সালে ভামিকার জন্মের পর আনুস্কা ফের অন্তঃসত্ত্বা হয়েছেন। সেই কারণে বিরাটের ক্রিকেট ম্যাচেও তাকে দেখা যাচ্ছে না। বিরাট আন্তর্জাতিক ম্যাচ খেললেই আনুস্কা সেখানে হাজির থাকেন। তার অনুপস্থিতি বহুজনের ভ্রু কুঞ্চিত করেছিল। আনুস্কা তিন মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে বিরাট এবং আনুস্কাকে দেখা যায় দিল্লির একটি ক্লিনিকের বাইরে। বিরাট তখন আলোকচিত্রীদের নিষেধ করেন ছবি তুলতে। তখনই ভামিকার সঙ্গী আসার কথা তিনি জানান। অর্থাৎ ভারতের বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিকে দেখা যাবে মাইনাস আনুস্কা শর্মা। এই সেলিব্রেটি কাপল সবসময় খবরের মধ্যে থাকেন। বিশ্বকাপ শুরুর মুহূর্তে চমক এলো বিরাট - আনুস্কার কাছ থেকে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
৩
পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে
১০