ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ভারতীয় কূটনীতিকদের জন্য কানাডায় সহিংসতা ও ভীতির পরিবেশ- জয়শঙ্কর

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

কানাডা-ভারত উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতীয় কূটনীতিকদের জন্য কানাডার আবহ সহিংস (ক্লাইমেট অব ভায়োলেন্স) এবং আবহাওয়া ভীতিকর (অ্যাটমোস্ফিয়ার অব ইনটিমিডেশন)। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়া দিল্লিকে হতাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটনে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকায় কূটনীতিকদের হুমকি ও ভীতিপ্রদর্শন, আমি মনে করি এটা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, নিজার হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে কানাডায় অবস্থানকারী শিখ বিচ্ছিন্নতাবাদীদের কারণে এ সম্পর্ক আরও কঠিন আকার ধারণ করেছে। সেখানে অবস্থানকারী শিখদের বেশির ভাগই ভারতের পাঞ্জাবে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র খালিস্তান আন্দোলনে জড়িত। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে কানাডা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশে শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যায় ভারত সরকার ও তার গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন
তার এ অভিযোগকে উদ্ভট বলে উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি।

ওদিকে নিজার হত্যার তদন্তে কানাডাকে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।  ২০১৮ সালে ভারতকে ট্রুডো নিশ্চয়তা দেন যে, ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে এমন কাউকে কানাডা সমর্থন দেবে না। তিনি বার বার বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদ বিক্ষোভের স্বাধীনতায় তিনি শ্রদ্ধাশীল। উল্লেখ্য, কানাডায় প্রভাবশালী বিপুল সংখ্যক শিখ বসবাস করেন। ভারতের নেতাদের দাবি, এর মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু সদস্য আছে।    

 

পাঠকের মতামত

India is not better than Canada.

Halim
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:৪০ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status