খেলা
ভারতকে ‘শত্রুদের দেশ’ বলে তোপের মুখে পাকিস্তান ক্রিকেট প্রধান
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব সবার কাছে ‘ওপেন সিক্রেট’। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ক্রিকেটীয় সম্পর্কেও পড়েছে ভাটা। আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়া দেখা হয় না তাদের। দীর্ঘদিন বন্ধ রয়েছে দ্বি-পক্ষীয় সিরিজ। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপ খেলতে দীর্ঘ ৭ বছর পর ভারতে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এমতাবস্থায় ভারতকে ‘দুশমন মুল্ক’ বা শত্রুদের দেশ অভিহিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
পিসিবির সঙ্গে ক্রিকেটারদের ২০২২-২৩ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩০শে জুন। তবে বেতন বাড়ানোর প্রস্তাব না মানায় ২০২৩-২৪ মৌসুমের চুক্তিতে সই করেননি বাবর-রিজওয়ানরা। সম্প্রতি এই অচলাবস্থার সুরাহা হয়েছে। বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাওয়ার আগে ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে পিসিবি। সেই বিষয়ে বলতে গিয়েই ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে ফেলেন পিসিবি প্রধান জাকা আশরাফ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মন বড় রাখতে কেন্দ্রীয় চুক্তিতে বিশেষ সুবিধা দেয়ার কথা উল্লেখ করে জাকা আশরাফ বলেন, ‘নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন দুশমন মুল্ক বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’ পিসিবি প্রধানের এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। এক্সে (টুইটারের নতুন নাম) একজন ভারতীয় লিখেন, ‘দুশমন দেশ! মনের কথা মুখে চলে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘দুশমন দেশে খেলোয়াড়দের পাঠিয়েছো কেনো? আমাদের থেকে শেখো, আমরা দুশমন দেশে খেলোয়াড়দের পাঠাই না। প্রয়োজনে গোটা ভেন্যু পাল্টাতে হলে সেটাই করি। এত ক্ষমতা কি তোমাদের আছে?’ ভারতের হায়দরাবাদে পৌঁছার পর পাকিস্তান ক্রিকেট টিমকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়। সেটি মনে করিয়ে দিয়ে একজন লিখেন, ‘হায়দরাবাদে পাকিস্তান দলকে ভালোবাসার সঙ্গে বরণ করা হলো। সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল এবং অধিনায়কও (বাবর) সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।’
সমালোচনার মুখে পড়ে নতুন বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে বলা হয়, ‘তিনি (জাকা আশরাফ) বলেছেন, পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।’
এরপর বিবৃতিতে দুশমন দেশের প্রসঙ্গও বলা হয়েছে, ‘যখনই পাকিস্তান-ভারত মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকেরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।’