ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম রেনুর শোডাউন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশাল নির্বাচনী শোডাউন করেছেন রফিকুল ইসলাম রেনু। গত বুধবার বিকালে পৌর সদর ঈদগাহ্‌ মাঠের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপভ্যান, ইজিবাইক সুসজ্জিত হয়ে বিশাল গাড়িবহরটি পাকুন্দিয়া-মির্জাপুর-বাহাদিয়া-মঠখোলা-বুরুদিয়া-কটিয়াদী বাসস্ট্যান্ড-কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পুলেরঘাট হয়ে সন্ধ্যায় ৭টায় হোসেন্দী বাজার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রফিকুল ইসলাম রেনুর হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেয়।  জানা যায়, রফিকুল ইসলাম রেনু পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি একাধিকবার উপজেলা পরিষদ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। রফিকুল ইসলাম রেনু উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যৈষ্ঠ যুগ্মআহ্বায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সেই প্রত্যাশা থেকে দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করছেন। এরই অংশ হিসেবে গত বুধবার তিনি বিশাল এ শোডাউনের আয়োজন করেন। এ বিষয়ে রফিকুল ইসলাম রেনু বলেন, ‘তৃণমূলের মানুষ আমাকে ভালোবাসেন। বার বার তারা আমাকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী’।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status