বাংলারজমিন
মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৫
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা ভারতীয় চিনি ও ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রাম থেকে চোরাকারবারিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চোরাকারবারিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের কুতুব উদ্দিন (২৮), ইসলাম নুর (৫৩), মোহাম্মদ আলী (৩৮), একই ইউনিয়নের সম্রাট (২৪) ও সুরঞ্জন বর্মন (২৫)। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে।