বাংলারজমিন
সখীপুরে শিশুকে অপহরণের পর হত্যা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
টাঙ্গাইলের সখীপুরে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করতে শিশু সামিয়া (৯)কে অপহরণ করে হত্যা করেছে মাদকসেবী সাব্বির মিয়া। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সাব্বির পুলিশকে জানায়, সামিয়াকে অপহরণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাঁশের পাতা দিয়ে তার লাশ ঢেকে রাখে। এরপর সামিয়ার বাবার ইমো নম্বরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি ভয়েজ মেসেজ পাঠায় সাব্বির। রাতের বেলায় লাশ কাঁধে নিয়ে স্থানীয় একটি বনের পাশে পরিত্যক্ত ড্রেনের মধ্যে লাশটি মাটিচাপা দেয় সাব্বির। বৃহস্পতিবার বিকালে সখীপুর থানায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ কথা জানায় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। গত বুধবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে সাব্বিরকে গ্রেপ্তার করে টাঙ্গাইল ডিবি পুলিশ।
সে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মুদি দোকানদার। শিশু সামিয়া হত্যার ২১ দিন পর আসামি সাব্বির মিয়াকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর সকালে সখীপুরের দাড়িয়াপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশু সামিয়াকে অপহরণ হয়। এ ঘটনায় ৭ই সেপ্টেম্বর সখীপুর থানায় মামলা দেয় শিশুর বাবা রঞ্জু মিয়া। ৮ই সেপ্টেম্বর দুপুরে ওই এলাকার পরিত্যক্ত এক ড্রেন থেকে সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ লোমহর্ষক হত্যার আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটন করতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে ডিবি পুলিশ ও সখীপুর থানা পুলিশের প্রচেষ্টায় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সামিয়ার বাবা রঞ্জু মিয়া বলেন, আমার মেয়ের হত্যাকারী সাব্বিরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ওর সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।