বাংলারজমিন
মুন্সীগঞ্জে ঘর থেকে বাচ্চা চুরির অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারমুন্সীগঞ্জ সদর উপজেলায় ২ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম আযান। সে নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. শরীফ হোসেনের ছেলে। আযান জন্মের কয়েকদিন আগে থেকে শরীফের স্ত্রী শ্রাবণী বেগম মিরকাদিমের গোপালনগর এলাকার বাবার বাড়িতে ছিলেন। এ ঘটনায় শিশুটির মামা মুক্তার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই শিশুর মামা মো. মুক্তার হোসেন গতকাল বলেন, সকালে শ্রাবণী তার ২ মাসের ছেলে আযানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সময় ঘরের ভেতর অন্য কেউ ছিল না। বাড়ির অন্য মানুষজনও ঘুমিয়ে ছিলেন। দরজা খোলা রেখে বাইরে যায় শ্রাবণী। ৪-৫ মিনিট পর শ্রাবণী ঘরে এসে দেখেন শিশুটি নেই। আমরা ধারণা করছি, সুযোগ বুঝে আযানকে কেউ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দুপুরে লিখিত অভিযোগ করেছেন মুক্তার হোসেন। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বলেন, শিশুটি চুরির সঙ্গে আপনজন কেউ জড়িত থাকতে পারে। যার বাচ্চা চুরি হয়েছে তিনি পাশের বাড়ির অন্য একজন নারীকে দেখতে বলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। ওই মা ঘর থেকে বের হওয়ার ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই বাচ্চাটি নিখোঁজ হয়েছে। পুলিশ সুপার স্যার নিজে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন।