বাংলারজমিন
চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছোট ছেলে সাদিকুল ইসলাম (৩২)কে তারই বড় ভাই শফিকুল ইসলাম ডান পায়ের হাঁটুর উপর ও নাভির নিচে চাকু দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত বড় ভাই শফিকুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। মাত্র দেড় ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।