বাংলারজমিন
চুয়াডাঙ্গা রেলস্টেশনের আধুনিক দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিক দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় রেলস্টেশন চত্বরে ফলক উন্মোচন করা হয়। এতে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার, প্রধান প্রকৌশলী আসাদুল হক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। ১০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে স্টেশন ভবনসহ কার পার্কিং, প্ল্যাটফরম ও শেড নির্মাণ করা হচ্ছে।