ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হযরত শাহজালাল (রহ.) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দের বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন মহানবী (সা.)-এর উম্মতদের জন্য সবচেয়ে বড় রাসুলপ্রেমের পরিচায়ক। অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে মহানবী (সা.)  শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজির পবিত্র শুভাগমনে খুশি উদ্‌যাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলদ্দুন্নবী’ (সা.)। তাই আমাদেরকে নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীজির সত্য ও শান্তির বাণী মানুষের সামনে তুলে ধরতে হবে। হযরত শাহজালাল (রহ.) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র?্যালি উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ১২ই রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক মোবারক র?্যালি নগরীতে বের হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ.) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শামুন মাহমুদ খান। 

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নুর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার পাখি, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, সহ-দপ্তর সম্পাদক গোলাপ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ-তথ্য গবেষণা সম্পাদক আক্তার আহমদ, সাংবাদিক ওয়াহিদ চৌধুরী, রায়হান আহমদ, সদস্য হারুন চিশতি, লায়েস আহমদ বৃহত্তর সিলেটের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status