বাংলারজমিন
পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্যমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সমতলের মতো পার্বত্য এলাকার শিক্ষার উন্নয়ন হচ্ছে, আর বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় অসংখ্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের রামজাদি এলাকায় পার্বত্য জেলা পরিষদের স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সুদৃষ্টির কারণে পাহাড়ে এখন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এখন অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সিনিয়র সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।