বাংলারজমিন
ফুলপুরে ৫ রোহিঙ্গা আটক প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাচন অফিসের পেছন থেকে ৫ রোহিঙ্গা যুবক আটকের ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করেছেন টাঙ্গাইল জেলার সখীপুর থানার বড়বাড়ী, বানিয়ার ছিট (কালিয়া) গ্রামের হাছেন আলীর স্ত্রী ফজিলা (৩৩)। জানা যায়, গত বুধবার অজ্ঞাতনামা কয়েকজন রোহিঙ্গা যুবক নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের পেছনে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশের এস আই মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টেকখালী ক্যাম্পের আব্দুর রহমান (২০), কতুবপালং ক্যাম্প-১২ এর এনামুল্লাহ (২৩), টেকখালী ক্যাম্প-১২ এর মজিবর (২১), টেকনাফের হাবিবুর রহমান (১৯) ও জাড়িমুড়া ক্যাম্প-২৭ এর নুর কামাল (১৯) কে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বানিয়াছিট গ্রামের হাছেন আলীর পুত্র সিয়াম (২০), ঘাটাইল উপজেলার চর গোপিনপুর গ্রামের মৃত লতিফের পুত্র সিরাজুল (১৯) ও ঘাটাইল উপজেলার গাংগাইর দক্ষিণ পাড় গ্রামের আবুল হোসেনের পুত্র ফরিদ (১৯) কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গাদের নাম ও ঠিকানা প্রকাশ করে। পরে পুলিশ তাদেরও আটক করে। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশে আটককৃত রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।