বাংলারজমিন
কেরানীগঞ্জে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ঢাকার কেরানীগঞ্জে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠের পাশে খোলামোরা- আটিবাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সচেতন এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ফারুক আহমেদ জানান, প্রায় ৬০ বছর পূর্বে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দান করে দেয়া জমিটি এলাকার একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র দখল করে নিয়েছে। দানকৃত ওই জমিতে নয়াবাজার গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের কথা রয়েছে। এই জমি দানকারী পক্ষের মো. সাইফুল জানান, তার বড় ভাই রেজিস্টিকৃত দলিলের মাধ্যমে এই জমি নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের নামে ১৯৬৩ সালে দান করে দেন। এলাকার একটি প্রভাবশালী চিহ্নিত ভূমিদস্যু চক্র এই জমিটি নিজেদের দাবি করে আদালতে মামলা করলে তারা পরপর দুইটি মামলায় হেরে যায়। মামলায় হেরে যাওয়ার পর ওই ভূমিদস্যু চক্রটি জোরপূর্বক স্কুলের জমিটি দখল করে নেয়। আমরা এই জমিটি উদ্ধারের জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি।
জমিটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। বামুনসুর এলাকার বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি হাজী আনোয়ার হোসেন জানান, দানকৃত ওই নির্ধারিত জমিতে নয়াবাজার গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। আমাদের এলাকায় কোনো গার্লস স্কুল অ্যান্ড কলেজ নেই। ওই জমিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র কৌশলে জমিটি দখল করে নিয়েছে। আমরা যেকোনো মূল্যে এই জমিটি উদ্ধার করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এই মানববন্ধন কর্মসূচি থেকে বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির বিলুপ্তিসহ দখল হওয়া স্কুলের জমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।