ভারত
ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি, পান্নুর বিরুদ্ধে এফআইআর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
শিখস ফর জাস্টিস এর প্রতিষ্ঠাতা গুরপত পান্নুর বিরুদ্ধে এফআইআর করলো আহমেদাবাদ পুলিশ। গত কয়েকদিন ধরেই পান্নু সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ এর মাধ্যমে হুমকি দিয়ে আসছেন, ভারত - পাকিস্তান ম্যাচ পণ্ড করে দেয়া হবে। কানাডায় নিহত নিজারের হত্যার বদলা এইভাবেই নেয়া হবে। আহমেদাবাদের সাইবার সেল এর প্রধান অজিত রাজওয়ানি সংবাদ সংস্থা এ এন আইকে জানান, তাঁরা এই হুমকিকে হালকা ভাবে নিচ্ছেন না। বিশ্বকাপে ভারত - পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ যেহেতু গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে তাই এই ম্যাচে গন্ডগোল করলে বিশ্বের দৃষ্টি আকর্ষিত হবে।
উল্লেখযোগ্য, পান্নু প্রতিষ্ঠিত শিখ ফর জাস্টিস মনে করে যে নিজ্জারের হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাত আছে। সেই কারণে পান্নুর বিরুদ্ধে এফ আই আর জারি করা হয়েছে। পান্নু তাঁর অডিও বার্তায় কি বলেছেন? তিনি বলেছেন সন্ত্রাসীদের এই বিশ্ব কাপে ভারত - পাকিস্তানের খেলা হতে দেয়া যাবে না।