বাংলারজমিন
রামগঞ্জে বড় ভাইয়ের সম্পত্তি লিখে নিলেন মেজো ভাই
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
অভিযুক্ত মেজো ভাই ছিদ্দিক উল্ল্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জে আতিক উল্লা নামের এক মানসিক বিকারগ্রস্ত ভাইকে ফুসলিয়ে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ডোননদী গ্রামের খাসের বাড়ির আপন মেজোভাই সিদ্দিক উল্লার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে সরজমিন ঘটনাস্থলে পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। সৃষ্ট ঘটনায় আতিক উল্লার ছেলে মো. রাশেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রামগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) প্রশান্ত কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোননদী গ্রামের খাসের বাড়ির মৃত রুহুল আমিনের ৩ ছেলে। আতিক উল্লা, সিদ্দিক উল্লা, শহীদ উল্লাসহ ৩ ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই সুযোগে মেজোভাই সিদ্দিক উল্লাহ চেতনানাশক ওষুধ খাইয়ে মানসিক বিকারগ্রস্ত করে বড়ভাই আতিক উল্লার কাছ থেকে গোপনে কাউকে না জানিয়ে রামগঞ্জ রেজিস্ট্রি অফিসে নিয়ে বসতঘরসহ ১০ শতাংশ সম্পত্তি সাব-কবলা মুলে রেজিস্ট্রি করে নেয়।
পরে রেজিস্ট্রির বিষয়টি আতিক উল্লার স্ত্রী সন্তানরা জানতে পেরে মেজোভাই সিদ্দিক উল্লাকে আসামি করে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ব্যাপারে আতিক উল্লার বড় ছেলে রাশেদ জানান, আমার মেজো চাচা সিদ্দিক উল্লার সম্পত্তির লোভে আমার বাবাকে সুকৌশলে অসুস্থ বানিয়ে আমাদেরকে বাড়ি থেকে উৎখাতের পাঁয়তারা করতেছে। আতিক উল্লাহ’র স্ত্রী কোহিনুর বেগম জানান, ৩০ বছর আগে আতিক উল্লাহর সঙ্গে আমার বিয়ে হয়। বর্তমানে আমার ৫টি সন্তান রয়েছে। আমার দেবর সিদ্দিক উল্লাহ কীভাবে আমার স্বামীকে অসুস্থ বানিয়ে সম্পত্তি লিখে নিয়েছে। এজন্য আমি এলাকাবাসীর কাছে বিচার চাই। অভিযুক্ত মেজোভাই সিদ্দিক উল্লাহ জানান, আমার ভাই আতিক উল্লাহ আমাকে স্বেচ্ছায় সম্পত্তিগুলো কোনো টাকা পয়সা ছাড়াই রেজিস্ট্রি করে দিয়েছে। এতে আমার কোনো দোষ নেই। ক’দিন পর আমার ভাই ওনার বাকি সম্পত্তি লিখে দেবেন বলে জানিয়েছেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, থানায় অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।