বাংলারজমিন
মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী দ. অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী দ. অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৯টায় জশনে জুলুসে ছদারত করেন মশুরীখোলা দরবার শরীফের পীর আলহাজ মাওলানা শাহ্ সূফি আহছানুজ্জামান মা.জি.আ.। র্যালিটি ৪৭, শাহ্ সাহেব লেন, নারিন্দা মশুরীখোলা দরবার শরীফে হয়ে দয়াগঞ্জ, ধোলাইখাল, নবাবপুর, জয়কালী মন্দির, আরকে মিশন রোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। পবিত্র খতমে কোরআন, মিলাদ-ক্বিয়াম, দোয়া-দরুদ, হামদে বারী তায়ালা এবং নাতে রাসুল দ. পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান পালন করা হয়। পীর সাহেব আলহাজ মাওলানা শাহ্ সূফি আহছানুজ্জামান মা.জি.আ. বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত, হজরত মুহাম্মদ (দ.)’র আগমন সত্যিই মুমিনের জন্য আনন্দদায়ক। নবী করিম (দ.) এ অশান্ত পৃথিবীতে মদিনার সনদ প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিময় রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রতিষ্ঠা করেছেন। এ মহান নবীয়ে পাকের বেলাদাত শরীফ উপলক্ষে আমাদের উচিত রোজা রাখা, ভালো কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ দরবারের ঐতিহ্য হিসেবে আমরা প্রতি বছর এ অনুষ্ঠান ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকি। আল্লাহপাক আমাদেরকে রাসুলুল্লাহ (দ.)’র সুন্নত অনুযায়ী চলার তৌফিক দানে ধন্য করুক। আমিন!