বাংলারজমিন
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারসিরাজগঞ্জে ২৭০ গ্রাম হেরোইনসহ মো. আহসান হাবিব রায়হান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার রাতে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রূপালী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আহসান হাবীব রায়হান বগুড়া জেলার শাজাহানপুর থানার রহিমাবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে। শুক্রবার দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান। মো. আবুল হাশেম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে সলঙ্গার রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবীব রায়হানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গায় থানায় মামলা দায়ের করা হয়েছে।