বাংলারজমিন
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ক্লিনিক ম্যানেজারের মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে বাকির (২৮) নামে এক ক্লিনিক ম্যানেজারের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জি ইউনিক ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত বাকির উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাকির উপজেলা সদরস্থ জি ইউনিক নামক একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। রাতে ক্লিনিকে কর্মরত অবস্থায় আল্ট্রাসনোগ্রাম মেশিন চেক-আপ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি ক্লিনিকে উপস্থিত অন্য লোকজন টের পেয়ে বাকিরকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।