বাংলারজমিন
বাঙালি জাতীয়তাবাদ থেকে বাঙালি সংস্কৃতির সৃষ্টি - প্রেসিডেন্ট
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বলেছেন, নৌকা বাইচ আবহমান বাংলার সমৃদ্ধ সংস্কৃতির একটি অনন্য ঐতিহ্য। বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে লোকসংস্কৃতির অমূল্য বহু উপাদান। এসব লোকসংস্কৃতি সঠিকভাবে লালন করা গেলে এগুলো বিশ্ব সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। ধর্মের দোহাই দিয়ে অনেকেই বাঙালি সংস্কৃতির চেতনাকে রুখে দেয়ার চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে পৌর মেয়র মাহাবুবুর রহমান বাচ্চুর আয়োজনে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডেন্ট এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, বাঙালি জাতীয়তাবাদ থেকে বাঙালি সংস্কৃতির সৃষ্টি। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সত্তরের নির্বাচনে জয় ও স্বাধীনতা এনে দিয়েছেন। নৌকা স্বাধীনতার প্রতীক, এ কথা বলতে কোনো দ্বিধা নাই।
স্বাধীনতা ছাড়া আমাদের অস্তিত্ব অর্থহীন। তিনি বলেন, পাবনা জেলা বাঙালি লোকসংস্কৃতির উর্বর ক্ষেত্র। এ জেলায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। বাংলা সাহিত্য সংস্কৃতির অনেক দিকপাল ও কীর্তিমানের জন্ম এ জেলায়। আমরা আমাদের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য নিয়ে গর্বিত। নৌকাবাইচ আমাদের এলাকায় তেমনি একটি ঐতিহ্যবাহী উৎসব। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সাঁথিযা পৌরসভার মেযর মাহবুবুল আলম বাচ্চু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের চেযারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, বেড়া পৌরসভার মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।