ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

উলিপুরের ইউপি চেয়ারম্যান আতা বরখাস্ত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা। বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা আমলে নিয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে জানানো হয়। এর আগে নির্বাহী ওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা নানা বিতর্ক কর্মকাণ্ডের জন্ম দিয়ে আসছেন। ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, কলার দাম চাওয়ায় দোকানিকে মারধর, গৃহবধূকে ধর্ষণ চেষ্টাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, বরখাস্তের চিঠিটি ফেসবুকে দেখেছি। সরকারিভাবে এখনো হাতে পাইনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন, অফিস বন্ধ এখনো প্রজ্ঞাপনটি পাইনি। হাতে পেলে এ বিষয়ে বলতে পারবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status