বাংলারজমিন
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারমিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান রিয়াদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী ওয়াহেদপুর এলাকার এনামুল হকের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে ধাক্কা খান মেহেদী। ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় জনসাধারণ মেহেদীর মরদেহ বাড়ি নিয়ে আসে। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহ আলম বলেন, সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আমার গ্রামের এনামুল হকের ছেলে মেহেদী মারা গেছে। রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় রিয়াদ নামে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে আমরা আসার আগে মরদেহ বাড়ি নিয়ে গেছে। আমি এখন ওই বাড়িতে আছি। ছেলেটির মাথার পেছনের অংশ ও হাত থেঁতলে গেছে। ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।