বাংলারজমিন
মানিকগঞ্জে ভাগ্নের হাতে খালা খুন
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারবাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে ঝগড়ার জের ধরে ভাগ্নের হাতে খালা খুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে। খালা হারুনীকে হত্যাকাণ্ডের ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার। রাতেই গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারী ভাগ্নে আলমগীরকে। এদিকে নিহতের বোন বিমলা মুঠোফোনে বলেন, তার সঙ্গে বোন হারুনী বেগমের রাস্তা নিয়ে ঝগড়া হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝগড়ার একপর্যায়ে তার ছেলে আলমগীর ইট নিক্ষেপ করে। ওই ইট তার বোনের মাথায় লাগে। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় বোনকে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার বলেন, বাড়িতে যাওয়ার রাস্তার নিয়ে ঝগড়ার জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। গত বৃহস্পতিবার রাতে মামলা রুজুর পরেই আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।