বাংলারজমিন
কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর নাম ফাতেমা আক্তার (৪)। সে উপজেলা সদর ইউনিয়নের মনতলা গ্রামের ফরিদুল ইসলামের কন্যা। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের কলমাকান্দা সদরের ডেইট্রাখালী এলাকার রামিসা ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সড়ক পারাপারের সময় পেছন থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দেয়। এতে ফাতেমা রাস্তার পাশে লুটিয়ে পড়ে। পরে ফাতেমাকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ মৃত ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ বলেন, শিশু ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।