বাংলারজমিন
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচুয়াডাঙ্গা সীমান্তে ১৪ দিনের ব্যবধানে আবারো বাংলাদেশি গরুর রাখাল রবিউল ইসলাম (৪১)কে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। গত বৃহস্পতিবার ভোরের দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর-মুন্সিপুর সীমান্তের ৯০/৯১ পিলালের মাঝামাঝি স্থানে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত রবিউল উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে। এর আগে গত ১৪ই সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। মুন্সিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ রবিউলকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের কাছে সকালে পত্র পাঠানো হয়। পত্র পেয়ে বিএসএফ বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে ঠাকুরপুর সীমান্তে ৯১ মেইন পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকে মিলিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ রবিউল নিহতর কথা শিকার করে জানায় তার মরদেহ পোস্ট মর্টেমের জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম শেষ হলে রবিউলের মরদেহ ফেরত দেয়া হবে। এই নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা সীমান্তে ১৪ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো।