বাংলারজমিন
আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবারে হাহাকার
ঝিনাইদহ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারদিন শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ৩ পরিবারের ৯ জন সদস্য। গতকাল রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত মানুষের নাকে পোড়া গন্ধে ঘুম ভেঙে যায়। উঠে দেখেন চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আগুনের তাপে অনেকের শরীর সামান্য ঝলসেও গেছে। ঘটনাটি জেলার শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের। এই গ্রামের মোহাম্মদ সুমন হোসেন, আকুল মণ্ডল ও মুকুল মণ্ডলের বাড়িতে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিন পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা হবে বলে জানান সুমন হোসেন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম গতকাল জানান, ভ্যান চার্জে দেয়ার পর সেখান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পরে একে একে তিন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণ করার আগেই ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শী মুকুল মণ্ডল জানান, ওদের জীবন রক্ষা পেয়েছে এটাই শুকরিয়া। কারণ ঘুমের মধ্যে সবাই পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আকুল মণ্ডল জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারিনি। তিন পরিবারের সব শেষ হয়ে গেছে, এখন তো মাথা গোঁজারও ঠাঁই নেই তাদের। তিনি আরও জানান, আগুনের সময় আমরা ঘর থেকে কিছুই বের করতে পারিনি। আসবাবপত্র ও নগদ টাকা সবই পুড়ে ছাই হয়ে গেছে।