খেলা
সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৩ অপরাহ্ন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাদের ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আগে বোলিং করে শেখ মেহেদীর ৩ উইকেটের উপর ভর করে লঙ্কানদের ২৬৩ রানে আটকে রাখে টাইগাররা। এরপর লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিমের ১৩১ রানের ওপেনিং জুটতেই ম্যাচ নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় টাইগাররা। লিটন ৬১, তামিম ৮৪ ও এই ম্যাচের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। এছাড়া ৩৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
লিটনের আউটে ভাঙলো ১৩১ রানের জুটি
৫৬ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হলেন লিটন। এতে ভাঙলো তার সঙ্গে জুনিয়র তামিমের ১৩১ রানের জুটি।
লিটনের ফিফটি, তামিমের সঙ্গে ১০০ রানের জুটি
রানে ছিলেন না, বিশ্বকাপের আগে যেটা ছিল বাংলাদেশের জন্য শঙ্কার। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে রানে ফিরলেন লিটন কুমার দাস। ৩৯ বলে ফিফটি স্পর্শ করে ব্যাটিং করছেন তিনি। অন্যপ্রান্তে তানজীদ হাসান তামিমের সংগ্রহ ৪৮ রান। দুজনের জুটি ১০৪ রানের। ১৪.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
জুনিয়র তামিম-লিটনের ওপেনিং জুটি ৫০ রান ছাড়ালো
দাসের ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুজনের জুটিতে ইতিমধ্যে ৫০ রান ছাড়িয়েছে। ৯.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ২৬৪ রান
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২৬৪ রান করতে হবে বাংলাদেশকে। এদিন টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে লঙ্কানদের ২৬৩ রানে আটকে রেখেছে টাইগাররা। ৯ ওভারে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন শেখ মেহেদী। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার পাথুম নিশাংকা। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৫৫ রান।
ব্রেক থ্রু এনে দিলেন নাসুম
বিনা উইকেটে ১০৪ রান জমা হয়েছিল শ্রীলঙ্কার স্কোরবোর্ডে। এরপর কুশল মেন্ডিসকে আউট করেন ব্রেক থ্রু এনে দেন নাসুম। এই স্পিনারের বলে কুশলের দুর্দান্ত ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান ব্যাটারদের ঝড়
বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটারদের তোপের মুখে পড়েছেন বাংলাদেশের বোলারররা। ১৪ ওভারে বিনা উইকেটে ১০৩ রান তুলে ফেলেছে লঙ্কানরা। এর মধ্যে ৩৪ রান করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওপেনার কুশল পেরেরা। নিশাঙ্কা ৪৬ আর কুশল মেন্ডিস ব্যাটিং করছেন ২২ রানে।
ওয়ার্ম-আপ ম্যাচে বিশ্রামে সাকিব, টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে টসে হেরে আগে বোলিংয়ে নামছে টাইগাররা। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়া হয়েছে। সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে। তবে দলের প্রয়োজনে বোলিং করতে পারবেন তারা।