খেলা
ভারত বিশ্বকাপে খেলোয়াড়দের খাবার মেন্যুতে নেই গরুর গোশত
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এরইমধ্যে ওয়ার্ল্ডকাপ খেলতে ভারতে পৌঁছে গিয়েছে দলগুলো। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর খাবার মেন্যুতে গরুর গোশত রাখেনি আয়োজক ভারত।
হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণি হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে, গরুর প্রতি সম্মান জানিয়েই দলগুলোর খাবার তালিকায় গোশত রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের কারোর খাবার তালিকাতেই নেই গরুর গোশত।
মূলত ‘হায়দরাবাদে অবস্থানকালে পাকিস্তানের খাবার তালিকায় কী রয়েছে?’ এমন শিরোনামে একটি খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। সেখানেই উঠে এসেছে, শুধু পাকিস্তান নয়, কোনো দলের খাবার তালিকাতেই থাকছে না গরুর গোশত।
হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। যার কারণে দুই সপ্তাহ হায়দরাবাদে অবস্থান করবেন বাবর আজমরা। ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খেলোয়াড়দের প্রোটিন চাহিদা পূরণে হায়দরাবাদে তাদের খাদ্যতালিকায় রাখা হচ্ছে মুরগি, খাসির গোশত ও মাছ। ভেড়ার গ্রিল, খাসির ঝোল, মাছের গ্রিল ছাড়াও বাটার চিকেন থাকছে বাবর-রিজওয়ানদের খাদ্য তালিকায়। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের জন্য স্টেডিয়ামের ক্যাটারিং সার্ভিসে নিজেদের চাহিদা জানিয়ে দিয়েছে পাকিস্তান দল।
কার্বোহাইড্রেটের জন্য পাকিস্তান দলের খেলোয়াড়ের খাবেন সেদ্ধ বাসমতি চালের ভাত, স্পাগেত্তি ও সবজি পোলাও। ইনসাইডস্পোর্ট জানিয়েছে, উল্লেখিত তালিকার বাইরেও কারো কিছু খেতে ইচ্ছে করলে, তা তৎক্ষণাৎ সরবরাহ করা হবে। এছাড়া হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি তো থাকছেই পাকিস্তানিদের খাবার তালিকায়।