বাংলারজমিন
বরিশালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের ইরতেজাউর রহমান খান পরশ
মো. শামিম আহমেদ, বাকেরগঞ্জ সংবাদদাতা
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:১০ অপরাহ্ন

বরিশাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জের ইরতেজাউর রহমান খান পরশ। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত বার্তা থেকে এই তথ্য পাওয়া যায়। পরশ পৌরসভার ৬নং ওয়ার্ডের মোফাজ্জেল হোসেন খানের বড় সন্তান। বর্তমানে তিনি ১৫২নং বিহারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা পরশ ৩৪তম বিসিএস নন-ক্যাডার থেকে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বরিশাল বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।