বাংলারজমিন
রূপপুরে ইউরেনিয়াম পৌঁছাবে শুক্রবার : বন্ধ থাকবে পাবনা-ঢাকা বাস চলাচল
স্টাফ রিপোর্টার, পাবনা থকে
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম এর প্রথম চালান শুক্রবার ঢাকা থেকে প্রকল্প এলাকায় আনা হবে। বিশেষ নিরাপত্তাবলয়ে সড়কপথে এ ইউরেনিয়াম আসবে।
সড়কপথে যানজট তৈরির আশঙ্কায় শুক্রবার ভোর ৫টা থেকে পাবনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
তিনি বলেন, পাবনা-ঢাকা রোডের বঙ্গবন্ধু সেতুপথে প্রচণ্ড যানজট হয়। ফলে ইউরেনিয়াম বহনকারী যান বহন আসতে সমস্যা হতে পারে। এ কারণেই সড়কে যানজট মুক্ত রাখতে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে ইউরিনিয়াম প্রকল্প পৌঁছে গেলেই বাস চলাচল শুরু হবে। বিকল্প হিসেবে পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে আরিচা হয়ে ঢাকায় চলাচল করা যাবে।
এদিকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে পাবনা থেকে ঢাকাগামী প্রতিটি গাড়ির টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রাখবে বলে জানিয়েছেন।
পাবনা জেলা মোটরমালিক গ্রুপের সভাপতি কাফি সরকার বলেন, প্রশাসনের নির্দেশে বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে বাস চলাচল শুরু হবে।
রুপপুর প্রকল্পের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়া থেকে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের প্রথম এই চালান। শুক্রবার রুপপুর ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক রোসাটম এলেক্সি লিখাচেভা।