বাংলারজমিন
নৌকায় নয়, ডাঙ্গায় হবে বেদে সম্প্রদায়ের স্থায়ী ঠিকানা: প্রাণ গোপাল দত্ত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- ভাসমান বেদে সম্প্রদায়ও এদেশের নাগরিক। তাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, গৃহ নির্মাণ সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করা হবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা বেদে পল্লীতে বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- এক সময় বেদে সম্প্রদায় নৌকায় থাকতো। খালে-বিলে, নদ-নদীতে ভাসমান অবস্থায়ই ছিল তাদের জীবন যাত্রা। নৌকায় তাদের জন্ম, সেখানেই বেড়ে উঠা এবং মৃত্যুও হতো নৌকায়। শিক্ষার আলো তাদের দরজায় পৌঁছাতো না। কিন্তু এখন যেহেতু বেদে সম্প্রদায় ভাসমান অবস্থায় থাকে না সেহেতু তাদের জীবন যাত্রায় শিক্ষার আলো পৌঁঁছে দিয়ে, তাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা দরকার। চান্দিনায় অবস্থানরত বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যালয় প্রতিষ্ঠাসহ তাদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বাংলাদেশের নাগরিক মর্যাদা প্রদান করা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, বেদে সম্প্রদায়ের কোন পরিবার যেন রাস্তার পাশে, খালের পাড়ে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে থাকতে না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। সরকারি খাস জমি দেখে তাদের আবাসনের ব্যবস্থা নিশ্চত করাসহ যোগাযোগের জন্য রাস্তা-ঘাটের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, সহকারি কমিশনার (গোপনীয়) অতীশ সরকার।
কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন মোসলেম, বেদে সম্প্রদায় নেতা রুহুল আমিন, জহিরুল ইসলাম, শাহ জামাল, মাখন মিয়া, মনু মিয়া, ইকবাল হোসেন প্রমুখ।