খেলা
সাকিব তামিমকে ফোন বা ম্যাসেজ দিলে এত বিতর্ক হতো না: মাশরাফি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৭ অপরাহ্ন

সাকিব আল হাসান নিজে তামিমকে ফোন বা ম্যাসেজ দিলে চলমান যাবতীয় বিতর্ক তৈরি হতো না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।
গতকাল দেশের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মন্তব্য টেনে এনে মাশরাফি বলেন, ‘সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্বই নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো।'
তিনি বলন, 'তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্স ওপেনার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানও তার পক্ষে। সবমিলিয়ে তামিম দলে থাকলে ভালো হতো। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।'
তবে তামিম বিশ্বকাপ দলে না থাকায় আক্ষেপ থাকলেও সাকিবের হাতে বড় ট্রফির স্বপ্ন দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এআমি না বললেও তাই করতো।'