অনলাইন
ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেবো: শামীম ওসমান
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৪ অপরাহ্ন

ওমরাহ পালন করতে পবিত্র নগরী মক্কায় গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সেখানে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
সেই ভিডিও বার্তায় বলেছেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে দোয়া করছি। আপনার দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয়। বৃহস্পতিবার পবিত্র মক্কা থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলতে শোনা গেছে। এর আগে রোববার সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা।
ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারও আমার জন্য দোয়া করবেন। এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেবো। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শামীম ওসমান বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেবো। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।