অনলাইন
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুসে তাহের শাহ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৩ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে চলছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে ৫১তম এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ এবং তার পুত্র সাবের শাহ ও কাসেম শাহ। জুলুস উপলক্ষে তাকবির, হামদ, নাতে রাসুল, গজল, জিকিরে মুখরিত হয়ে ওঠেছে পুরো নগরী।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে এই জুলুস শুরু হয়।
ঐতিহ্যবাহী এই জুলুস (শোভাযাত্রা) নগরের বিবিরহাট, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ হয়ে চট্টগ্রাম কলেজ, জিইসি, দুই নম্বর গেট ঘুরে আলমগীর খানকাহ-এ কাদেরিয়া দরবার সংলগ্ন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে শেষ হয়। জুলুসকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়কে দৃষ্টিনন্দন তোরণ, সড়কদ্বীপ ও সড়ক বিভাজকে জুলুসের পতাকা, বর্ণিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুনে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, আজকের জুলুসে অংশ নিতে ভোর থেকে চট্টগ্রাম ও আশপাশের জেলার ভক্তরা আসতে থাকেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে। দেখতে দেখতে কয়েক বর্গকিলোমিটার এলাকা লোকারণ্য হয়ে যায়। জামেয়ার বিভিন্ন ব্যাচের ছাত্র, গাউসিয়া কমিটির বিভিন্ন শাখার কর্মীরা ঈদের খুশিতে মেতে ওঠেন। একই ডিজাইনের পাঞ্জাবি, টুপি, পাগড়ি নজর কাড়ে সবার।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জুলুসের আয়োজক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জশনে জুলুস এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। মানুষ চায় জুলুস বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পাবে। এটি গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলে চট্টগ্রামকেও সম্মানিত করবে।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল পাকিস্তানের কাদেরিয়া সিরিকোট শরীফের পীর সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম জশনে জুলুস অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড় খানকাহ শরিফ থেকে প্রথম এই শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী। সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ১৯৭৬ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জুলুসে নেতৃত্ব দেন। ১৯৮৭ সাল থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। তখন থেকে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন তার পুত্র সৈয়দ মুহাম্মদ তাহের শাহ।