ভারত
কলকাতা - ঢাকা যাত্রীবাহী জাহাজ চালাতে ফের উদ্যোগ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:০১ পূর্বাহ্ন
চার বছর আগে, দুহাজার উনিশ সালে একবারই যাত্রা করেছিল এম ভি মধুমতি। কিন্তু, আশানুরূপ যাত্রী না হওয়ায় এবং জাহাজ চালানোর বিপুল ব্যায়ভার এর কথা মাথায় রেখে কলকাতা - ঢাকা রুটে জাহাজ চালানোর পরিকল্পনা ত্যাগ করা হয়। আবার সেই পরিকল্পনা মাথাচারা দিয়েছে। এম কে শিপিং কর্পোরেশন নামে বেসরকারি একটি জাহাজ কোম্পানি এই রুটে জাহাজ চালানোয় ফের উদ্যোগী হয়েছে। দু'দেশের নৌ বিভাগের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বরেই কলকাতা - ঢাকার মধ্যে চলাচল করবে এমভি রাজারহাট সি নামের জাহাজ। মোট ৯ দিনের যাত্রাপথ, ঢাকার সদরঘাট কিংবা নারায়ণগঞ্জের পাগলা থেকে জাহাজ ছাড়বে। জাহাজে যাত্রীদের পরিষেবা উন্নত করা হবে। থাকবেন চব্বিশ ঘন্টার চিকিৎসক। ভাড়া পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার। যেখানে বিমানে চল্লিশ মিনিটে, ট্রেনে আট থেকে দশ ঘন্টায় কলকাতা - ঢাকা কিংবা ঢাকা - কলকাতা করা যায় সেখানে এত খরচে জাহাজ চাপবে কে? এই প্রশ্ন করা হলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়- সাধারণ যাত্রীরা নন, মূলত তাঁদের টার্গেট দু দেশের পর্যটকরা।