বাংলারজমিন
রংপুরে তেল কম দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে জরিমানা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবাররংপুরে তেল কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার মিঠাপুকুরের মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও ফিল্ড অফিসার সিএম খন্দকার মো. জামিনুর রহমান। বিএসটিআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফিলিং স্টেশন মালিক অকটেন ইউনিট প্রতি ১০ লিটারে ১৩০ মিলি অকটেন কম দিয়ে গ্রাহকদের প্রতারিত করে আসছিলেন। বিষয়টি জানার পর বিএসটিআই রংপুর এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তেল কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ জানান, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।