বাংলারজমিন
ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালো বিমান ম্যানেজমেন্ট
স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চার্টার ফ্লাইট বিজি-৯৩৯৩ যোগে গতকাল বিকাল ৪টায় আসামের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে। যাত্রার সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটারদের অংশগ্রহণে কেক কাটা হয়। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্রিকেটার, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন। আসামের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রার জন্য ক্রিকেটারদের বিদায় জানান তারা।