বাংলারজমিন
মুঠোফোন ছিনতাই, ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবাররাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি উত্তরার একটি বাড়ির তত্ত্বাবধানকারী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম আলম গতকাল এ বিষয়ে বলেন, গত মঙ্গলবার রাতে দেলোয়ার গৃহস্থালির মালামাল নিয়ে একটি পিকআপে করে তার বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন। দেলোয়ার পিকআপের পেছনে ছিলেন। উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় পিকআপটি ধীরগতিতে চলছিল। এ সময় এক ছিনতাইকারী দেলোয়ারের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। দেলোয়ার চালককে পিকআপ থামাতে বলেন। চালক পিকআপ থামালে দেলোয়ার ছিনতাইকারীর পিছু নেন। দৌড়ে তাকে ধরে ফেলেন। ছিনতাইকারী দেলোয়ারের বুকে ও পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেলোয়ারের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।