বাংলারজমিন
কক্সবাজার সৈকতে সাতদিনের পর্যটনমেলা-বিচ কার্নিভাল উদ্বোধন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারবিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্দা উঠলো সাতদিনের পর্যটনমেলা ও বিচ কার্নিভালের। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ উৎসবের যাত্রা শুরু হয়। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল সৈকতের লাবনী পয়েন্টে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা মোস্তাক, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের এস পি মো. জিল্লুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, পৌর মেয়র মাহবুবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু হেনা প্রমুখ।
মূলত পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারকে বিশ্বময় ছড়িয়ে দিতে ও কক্সবাজার পর্যটন শিল্পের প্রসারে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান- আয়োজকরা। আগামী ৩রা অক্টোবর পর্যন্ত পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলবে।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে এ মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, নানা বৈচিত্র্যে ভরা সাতদিনের এ উৎসবের রঙ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
এদিকে বৃহস্পতিবার পড়েছে ঈদে মিলাদুন্নবী সা:। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তিনদিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পর্যটনমেলা ও বিচ কার্নিভাল এবং তিনদিনের ছুটিতে কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম হবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।