বাংলারজমিন
তিতাসে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারকুমিল্লার তিতাস উপজেলায় ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশ পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে এসে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশের একটি টিম ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার আসামি উপজেলার ঐচারচর গ্রামের আব্দুর রাহিম (৩৪)কে গ্রেপ্তার করে। এ সময় আসামির বসতঘর তল্লাশি চালিয়ে একটি দেশীয় রিভালবার পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আব্দুর রাহিম ঐচারচর গ্রামের মৃত আব্দুর রব বেপারীর ছেলে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ঠা জুলাই এক নারী ঢাকা নিউমার্কেট থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রাহিমকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করার জন্য ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশের একটি টিম তিতাসে আসে।
এ সময় ডিবি পুলিশ ও তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস ও এসআই ইমরুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে আসামি আব্দুর রাহিমকে গ্রেপ্তার করেন। পরে আইনশৃংখলা বাহিনী পর্নোগ্রাফি মামলার আলামত উদ্ধারের জন্য আসামির বসতঘরের বিভিন্নস্থানে তল্লাশি চালায়। এ সময় ঘরে থাকা কাঠের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি দেশীয় রিভালবার উদ্ধার করা হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নয়ন মিয়া বলেন, পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশ আমাদের সহযোগিতা চাইলে ওসি কাঞ্চন কান্তি দাসের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে ঐচারচর গ্রাম থেকে একটি দেশীয় রিভালবার সহ আসামি আব্দুর রাহিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিতাস থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে এবং গতকাল দুপুরে গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রাহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।