বাংলারজমিন
ব্রাহ্মণবাড়িয়ায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খেলাফত মজলিসের
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারনির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেম-উলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় উলামা ও সুধী সমাবেশ হয়েছে। বুধবার বিকালে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমীর খুরশিদ আলম কাসেমী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি উজায়ের আমীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, ঢাকা মহানগরীর নেতা মুফতি শাহাদাত হোসাইন, জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক আবদুল মান্নান চৌধুরী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ, সরাইল উপজেলা সহ-সভাপতি মাওলানা শফিউল্লাহ, মাওলানা কাজী আনোয়ার হোসাইন, ডা. আল মামুন, আবদাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস'র নায়েব আমীর খুরশিদ আলম কাসেমী বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমের মুক্তি চাই। আগামী ৭ই অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ সফলে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।