বাংলারজমিন
কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বন্ধ থাকা ট্রেন ও স্টেশন চালুর দাবিতে সমাবেশ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারকিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বন্ধ থাকা লোকাল ট্রেন ও স্টেশনসমূহ চালু করার দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকালে সিপিবি কটিয়াদী উপজেলা কমিটির আয়োজনে মানিকখালী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবি সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. এনামুল হক ইদ্রিছ, সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, সিপিবি নেতা মোস্তফা কামাল নান্দু, অধ্যাপক ফরিদ আহাম্মদ, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন মানিকখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শেখ জমশেদ। সমাবেশে বক্তারা কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে বন্ধ থাকা লোকাল ট্রেন ও স্টেশনসমূহ চালু করা ছাড়াও রেললাইনের সংস্কার, শূন্যপদে জনবল নিয়োগসহ রেল সেবার উন্নয়নে বিভিন্ন দাবি জানান। এ ছাড়া অবিলন্বে সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিও জানান বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মানিকখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।