বাংলারজমিন
কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সম্মুখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’- এ স্লোগানে কমলগঞ্জের উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌর-মেয়র মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, ট্যুরিজম কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শাব্বীর এলাহী, পিপল্স ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম. পর্যটন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক মঞ্জুরুল আজাদ মান্না।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ট্যুরিস্ট পুলিশ, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা, ট্যুরিজম কমলগঞ্জ, পর্যটন উন্নয়ন পরিষদ কমলগঞ্জ, ট্যুর অপারেটর, টিলাগাঁও ইকো ভিলেজ, অরণ্যনিবাস ইকো রিসোর্টের সদস্যবৃন্দ ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। র্যালিটি লাউয়াছড়া সড়ক প্রদক্ষিণ শেষে লাউয়াছড়া উদ্যানের মূল প্রবেশ পথে এসে শেষ হয়।