বাংলারজমিন
পার্বতীপুরে হামলার প্রতিবাদে স্বর্ণ ব্যবসায়ীদের মানববন্ধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারদিনাজপুরের পার্বতীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে। গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পার্বতীপুর শাখার উদ্যোগে শহরের নতুনবাজারে বানিয়াপট্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমিটির সভাপতি সারোয়ার আলম নয়ন, সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সদস্য হারুন অর রশিদ সরকার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিজয় কুমার রায় প্রমুখ। বক্তারা বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জনৈক গোলাম মোস্তফার নেতৃত্বে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল শহরের মুনমুন জুয়েলার্সে ঢুকে মোটা টাকার চাঁদা দাবি করে। দোকান মালিক বিজয় কুমার রায় তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে এবং তাকে মারপিট করে। এ ঘটনার পর থেকে স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখে এবং গতকাল মানববন্ধনের পর দুপুর ১টার পর দোকানপাট খোলে।