ভারত
সীমান্তের কাছে তরুণীর লাশ, মুখ দগ্ধ, পুলিশের ধারণা-তরুণী বাংলাদেশের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রতীকী ছবি
উত্তরচব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের কাছে গোবিন্দপুর গ্রাম। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামটিকে অনায়াসে বলা যায়- ছায়া সুশীতল শান্তির নীড়। হঠাৎই এই শান্ত, নিস্পন্দ গ্রামে ঝড় উঠলো। গোবিন্দপুরে ক্ষেতের মধ্যে মিললো এক বছর উনিশ-কুড়ির তরুণীর লাশ। কণ্ঠনালী ধারালো অস্ত্র দিয়ে কাটা।
শনাক্ত হওয়ার ভয়ে তরুণীর মুখমন্ডল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। তরুণীর দেহের পাশে পাওয়া গেল একটি হ্যান্ডব্যাগ। ফেসওয়াশ, একটি টুথপেস্ট এবং একটি লিপস্টিক। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত তরুণীটি বাংলাদেশের বাসিন্দা।
তাকে এপারে এনে খুন করা হতে পারে কিংবা ওপারে খুন করে মৃতদেহ রাতের অন্ধকারে সীমান্ত পাড় করিয়ে এপারে ফেলা হতে পারে। বসিরহাট-স্বরূপনগর থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে সাহায্য প্রার্থনা করে যোগাযোগ করেছে।
গোবিন্দপুর সংলগ্ন বাংলাদেশের গ্রামগুলি থেকে কোনও তরুণী সম্প্রতি নিখোঁজ হয়েছে কিনা সেই ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে।