অনলাইন
অভাবে সন্তান দত্তক, অতঃপর...
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
চায়ের দোকান দিয়ে কোনরকম সংসার চলে ছিনা বেগমের। এরই মধ্যে তার কোলজুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। কিন্তু নানা অভাব-অনটনের তাড়নায় এ শিশুকে দত্তক দিয়েছিলেন তিনি। পরবর্তীতে বিষয়টি নজরে আসে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের। অবশেষে ওই শিশুকে উদ্ধার করে তুলে দেয়া হয় মায়ের কোলে।
সোমবার রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা পুলিশ কর্তৃক দত্তক দেয়া শিশুকে ছিনা বেগমের কোলে তুলে দেন। একই সঙ্গে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেন।
পুলিশ জানায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মাছপাড়ার ছিনা বেগমের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের লোকমান হোসেনের বিয়ে হয়। স্বামীর অভাবের কারণে নিজে চায়ের দোকান দিয়ে সংসার চালানোর চেষ্টা করছিলেন। সম্প্রতি ছিনা বেগমের কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। কিন্তু অভাবের কারণে এই নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। তাই নি:সসন্তান এক আত্মীয়ের পরিবারে শিশুটিকে দত্তক দেন ছিনা। ঘটনাটি গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের নজরে আসে এবং তার নির্দেশে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোফফার মিয়া ওই শিশুকে নিয়ে আসে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জানান, পুলিশ সুপারের নির্দেশে ১ মাস ২ দিন বয়সী ওই শিশুকে মা ছিনা বেগমের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।