বাংলারজমিন
ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন কমিটি। সভায় জানানো হয়, বুধবার বাদ আসর কুমিল্লা নগরীর বিভিন্ন মহল্লা, খানকা শরীফ ও দরবার শরীফ থেকে জশনে জুলুছ সহকারে কুমিল্লা টাউন হল মাঠে প্রবেশ করবে। পরে বাদ মাগরিব টাউন হল মাঠ থেকে মূল জুলুছ বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাতে একই স্থানে মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জশনে জুলুছ কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ প্যানেল মেয়রগণ উপস্থিত থাকবেন। উদ্যাপন কমিটির সহ-সভাপতি মো. মাইনুল হাসান লিহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক খলিফায়ে গাউসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারি, কুমিল্লার প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান, জশনে জুলুছ কমিটির আহ্বায়ক খাদেম মো. ফিরোজ, দপ্তর সম্পাদক ইউনুস বখশি ও উদ্যাপন কমিটির প্রচার সম্পাদক মানিক মিয়া, খন্দকার মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]