বিশ্বজমিন
পোল্যান্ডকে অপমান করা নিয়ে জেলেনস্কিকে শেষ সতর্কতা দিলেন পোলিশ প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

বিশ্বমঞ্চে পোল্যান্ডকে অপমান করা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউসজ মোরাউইকি। ফলে শস্য রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা আরও গভীর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার পোল্যান্ডের শহর সুইডনিকে বিশাল জনতার সামনে বক্তৃতা দেন মোরাউইকি। এসময় তিনি বলেন, আমি জেলেনস্কিকে বলতে চাই- এবার জাতিসংঘে যা করেছেন, সেভাবে পোল্যান্ডকে আর অপমানের চেষ্টা করবেন না। পোল্যান্ডের মানুষ এমনটা আর হতে দেবে না। আমাদের জনগণের দুর্নাম ঠেকানো আমার জন্য সম্মানের এবং এটাই আমার দায়িত্ব। তাছাড়া পোলিশ সরকারের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তিনি আরও বলেন, বর্তমান ভূরাজনৈতিক অবস্থা যাই হোক না কেনো পোল্যান্ড তার নিজের স্বার্থের জন্য লড়বে।
আরটি জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় জেলেনস্কি পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের দেশগুলোর সমালোচনা করেন। রাশিয়ার ভয়ে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন। এমন অবস্থায় প্রতিবেশী পূর্ব ইউরোপের দেশগুলোর বাজার ইউক্রেনীয় শস্য দিয়ে ভরে গেছে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইসব দেশের কৃষক। সেসব দেশের বাজারও অস্থিতিশীল হয়ে পড়েছে। ফলে নিজেদের বাঁচাতে পোল্যান্ডসহ আরও পাঁচ দেশ ইউক্রেনীয় শস্যের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়। আর এতেই চটেছেন জেলেনস্কি। জাতিসংঘে গিয়ে তিনি পুরো বিশ্বের সামনে এর সমালোচনা করেন ।
কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এত সহায়তার পরেও জেলেনস্কির এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে দেশটি। ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছে পোল্যান্ড। পাশাপাশি ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে আর কোনো অস্ত্র দেবে না তারা। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এর আগে ইউক্রেনকে ‘ডুবন্ত মানুষের’ সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেন, ইউক্রেন হচ্ছে ডুবন্ত মানুষের মতো, তাকে যে বাঁচাতে যাবে ইউক্রেন তাকে সঙ্গে নিয়েই ডুববে।