রাজনীতি
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে দলটি। রোববার বিকাল ২টা ৫৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বেলা দেড়টা থেকেই ব্যানার এবং ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তি এবং সরকাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে গেছে।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য লিটন মাহমুদের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ।