বিশ্বজমিন
ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার দেশে দেশে এক আতঙ্কের নাম। প্রতি বছর বৃটেনে ৩৯ বছরের কম বয়সী প্রায় ২৪০০ নারীর এই ক্যান্সার ধরা পড়ছে। অনেকে এর সঙ্গে লড়াই করতে করতে মৃত্যুবরণ করছেন। এমনই একজন নিকি নিউম্যান। ৫ বছর আগে এই ক্যান্সারে আক্রান্ত হন তিনি। অবশেষে গত সপ্তাহে অপ্রতিরোধ্য ক্যান্সারের কাছে হার মানতে হয়েছে তাকে। এর পূর্ব পর্যন্ত তিনি ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতনতার প্রচারণা চালিয়েছেন। ইনস্টাগ্রামে তার আছে তিন লাখ অনুসারী। তাদের উদ্দেশে তার বার্তা, জীবনকে আঁকড়ে ধরো। যখনই সময় পাবে তখনই নিজের স্তনে এই রোগের উপস্থিতি আছে কিনা নিজেই চেক করো। অন্য যেকোনো মৃত্যুর মতোই ব্রেস্ট ক্যান্সারে তার মৃত্যুও ছিল এক ট্রাজেডি।
এর আগে ব্রেস্ট ক্যান্সারকে অনেক দিন ধরে প্রবীণ বা বয়সী নারীদের রোগ বলে মনে করা হতো। তাদের বেশির ভাগেরই এই ক্যান্সার ধরা পড়তো ৫০ বছর বয়সের পরে। কিন্তু সেই ধারা বদলে যাচ্ছে। এখন ৪০ বছরের নিচে এমন বয়সী অনেক নারী এই মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক যুবতী এই রোগ নিয়ে তাদের কষ্টের জীবনের কথা বলেন। এমন অনেক ডকুমেন্ট আছে। তাদের মধ্যে একজন হলেন ‘স্ট্রিক্টলি’র পেশাদার নৃত্যশিল্পী এমি ডোউডেন (৩৩)। তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার মাঝামাঝি সময়ে চুলহীন তার মাথার ছবি পোস্ট করেছেন। এমন অনেক নারী আছেন যারা সুস্বাস্থ্যের অধিকারী, ব্রেস্ট ক্যান্সারের কোনো পারিবারিক ইতিহাস নেই, তারা তাদের ২০ উত্তীর্ণ বয়সে বা ৩০ উত্তীর্ণ বয়সে এই রোগে আক্রান্ত হচ্ছেন। এতে পুরো পৃথিবী তাদের কাছে অর্থহীন হয়ে পড়ে।
সরকারি হিসাবে বৃটেনে ৩৯ বছর বয়সের কম বয়সী নারীদের মধ্যে প্রতি বছর ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হচ্ছে প্রায় ২৪০০ নারীর। এরা মোট আক্রান্তের শতকরা মাত্র চার ভাগ। এ তথ্য ব্রেস্ট ক্যান্সার নাউ নামের দাতব্য সংস্থার। তারা বলছে, ৬০ উত্তীর্ণদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬ গুণ বেশি। এই হিসেবে যুবতীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবীণদের চেয়ে কম। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রকাশিত দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল এসোসিয়েশন গত মাসে একটি ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের গবেষণায় বলা হয়েছে, যুবতীদের মধ্যে সব রকম ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। তবে এটা পুরুষের ক্ষেত্রে নয়। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি বৃদ্ধি পেয়েছে শতকরা কমপক্ষে চার ভাগ। সবচেয়ে বেশি ক্যান্সার ধরা পড়েছে গ্যাস্ট্রোইনটেস্টিনাল। নারীদের মধ্যে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ব্রেস্ট ক্যান্সার। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এর বৃদ্ধি ঘটেছে শতকরা ৭.৭ ভাগ।