অনলাইন
সুনামগঞ্জে সন্তানসহ মায়ের বিষপান, ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানসহ বিষপান করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকালে জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে যমুনা খাতুন বিষপান করেন। একইসঙ্গে দুই ছেলে ও এক মেয়েকে বিষপান করান ওই নারী। এতে তামজিদ (১৫), শাফিয়া আক্তার (১৪) ও শাহেদ (৫) নামের ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। তাদের মা যমুনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]